দুজনের বয়স হয়েছে। তবু বিষয়টি ভাবতেই কেমন রোমাঞ্চ জাগে। আবার মাঠের লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মুখোমুখি লিওনেল মেসি। স্পেনে দীর্ঘ সময় এ দ্বৈরথে দেখা গেছে দুজনকে। ইতালিতেও কি দেখা যাবে? ইন্টার মিলান কোচ আন্তনিও কন্তে আগেও একবার সম্ভাবনাটা উড়িয়ে দিয়েছেন। আরও একবার বাস্তবতা বোঝালেন কন্তে। তাঁর মতে, বার্সেলোনা থেকে মেসিকে ইন্টারে উড়িয়ে আনা মিলানের ডুয়োমো গির্জা স্থানান্তরের চেয়েও কঠিন কাজ! তবুও... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2P6tnAA




No comments:
Post a Comment